গোল-ই আফরোজ সরকারি কলেজ
চলন বিলের প্রাণকেন্দ্র সিংড়া উপজেলায় অত্র এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গোল-ই আফরোজ সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয ১৯৭০ সালে। প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন মরহুম ফয়েজ উদ্দিন আহ্মেদ।
কলেজের নামকরণঃ নগদ বড় অংকের অর্থদাতা হিসেবে হুলহুলিয়ার কৃতি সন্তান গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ও রাজউক চেয়ারম্যান এম এম রহমত উল্লাহর স্ত্রী গোল-ই আফরোজ এর নামানুসারে অত্র কলেজের নাম করণ করা হয়।
প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গঃ মরহুম বাগান আলী সরকার (সরকারপাড়া), ফজলার রহমত (চৌগ্রাম), আবুল কাশেম মিয়া (জোড়মল্লিকা), চিকু প্রাং (গোডাউন পাড়া), মছির উদ্দিন (শহর বাড়ি), বোরহান উদ্দিন মিয়া, জলিল মিয়া, জালাল মিয়া (হাঁসপুকুরিয়া-কাটাপুকুরিয়া), ওমর মিয়া (সিংড়ি বাজার), নিজাম উদ্দিন (বালুবাসুয়া), পলান প্রাং (জয়নগর- তাজপুর), মোঃ আশরাফুল ইসলাম, প্রাক্তন এম পি, ডা. আ. সামাদ, ডা. আকবর আলী, ফয়েজ উদ্দিন আহ্ম্মেদ (সিংড়া বাজার), কেফাতুল্লাহ সরদার (নিংগইন) প্রমুখ।
ভূমিদাতাঃ মরহুম বাগান আলী সরকার, চিকু প্রাং, গোকুল মৃধা, ওখিল কুন্ডু, সচিন্দ্র নাথ দাস, অযোধ্যা গড়িয়া, সেতানাথ দাস গং, বীণা পাণি কুন্ডু, সর্ব সাং সিংড়া, গুলবদন বেগম (তেমুক নওগাঁ), ইব্রাহিম খাঁন (খড়মকুড়ি), ডা. জসমত উল্লাাহ (দমদমা), হাফিজুর রহমান (সাত পুকুরিয়া)।
জাতীয়করণঃ প্রাক্তন সাংসদ জনাব আলহাজ্ব মোঃ ইয়াকুব আলীর প্রচেষ্টায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ১৯৮৭ সালের ১ জুলাই কলেজটি জাতীয়করণ করেন। এ সময় অধ্যক্ষ ছিলেন জনাব আব্দুল জলিল।
শুরুতে কলেজটি একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু থাকলে বর্তমানে স্নাতক পাস (বি এ, বিএসএস ও বিবিএস কোর্স) এবং চারটি বিষয়ে সম্মান কোর্স চালু রয়েছে। সরকারের সদিচ্ছা ও কলেজের শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১২ সালে কলেজটি অনার্স কলেজে উন্নীত হয়।