নাটোর জেলার সিংড়া উপজেলার প্রাণকেন্দ্রে নাটোর-বগুড়া মহাসড়ক হতে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত গোল-ই-আফরোজ সরকারি কলেজ। অত্র এলাকার শিক্ষানুরাগী কতিপয় স্বনামধন্য ব্যক্তিবর্গের অক্লান্ত শ্রম, সাধনা, অর্থের বিনিময়ে ও শত প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে ১৯৭০ সালে ৮.৭৭ একর জায়গার ওপর এটি প্রতিষ্ঠিত হয়। যার ৪.৯৭ একর সমতল ভূমি ও ৩.৮০ একর পুকুর। সিংড়ার কৃতি সন্তান তৎকালীন রাজউকের চেয়ারম্যান জনাব এম এম রহমত উল্লাহ্ এর সহধর্মিণীর নাম অনুসারে কলেজটির নামকরণ করা হয়। যা ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়। পূর্বে কলেজটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস শ্রেণিতে পাঠদান করা হতো। ২০১২ সালে কলেজটিকে অনার্স কলেজে উন্নীত করা হয়। বর্তমানে এখানে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান এই চারটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে।
প্রতিষ্ঠার পর হতেই বলেজটি দক্ষ মানব সম্পদ তৈরিতে বিশেষ অবদান রাখছে। এখান থেকে দেশের শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, জনপ্রতিনিধি ও প্রতিথযশা রাজনীতিবিদ তৈরি হয়েছেন। যাঁরা দেশ ও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ ভূমিকা পালনের মাধ্যমে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
দীর্ঘদিন হতে কলেজে WiFi Zone হিসেবে ফ্রি ইন্টারনেট ব্যবস্থা চালু রয়েছে। মাল্টি-মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে কলেজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কলেজটির দৃষ্টি নন্দন প্রাকৃতিক সৌন্দর্য্য যে-কাউকে আকৃষ্ট করবে। কলেজটিতে রয়েছে একটি বৃহৎ লাইব্রেরি কক্ষ, যেখানে রয়েছে অনেক দুস্প্রাপ্য ও মূল্যবান বই, এখানে রয়েছে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, যেখানে বসে শিক্ষার্থীর ক্লাসের অবসরে কম্পিউটারে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। এছাড়া রয়েছে বিজ্ঞান ভবন, কলা ভবন, রয়েছে চার তলা বিশিষ্ট বঙ্গবন্ধু ছাত্রাবাস এবং নির্মানাধীন রয়েছে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন। এখানে রয়েছে বিজ্ঞান ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস ইন রোভার ছাড়াও সাহিত্য সংস্কৃতি চর্চার অপার সুযোগ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার জন্য আমরা সরকারি নির্দেশনা মোতাবেক পূর্বের ওয়েব সাইটের পরিবর্তে ডাইনামিক ওয়েব সাইট চালু করেছি। এই ওয়েব সাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রাসঙ্গিক বিষয়াবলির হালনাগাদ তথ্যাবলি শিক্ষার্থী, অভিভাবকসহ সকলেই জানতে পারবেন।
আল্লাহ্’র অসীম কৃপায় অত্র কলেজে সু-শৃংখল প্রশাসনিক ব্যবস্থাপনা ও সৌহার্দ্যপূর্ণ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের কারণে এই প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বিরাজ করছে। ধুমপান ও মাদকমুক্ত এবং ইভটিজিংমুক্ত কলেজ হিসেবে এর সুনাম রয়েছে। ভাল ফলাফল অর্জনের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনায় আমি বদ্ধপরিকর। আশা করছি প্রতিষ্ঠানটি অত্র জেলার একটি মডেল প্রতিষ্ঠানে পরিনত হবে ইনশাআল্লাহ। এ কলেজের উত্তরোত্তর সৌন্দর্য্য ও সুনাম বৃদ্ধি ঘটুক, মহান আল্লাহ্’র কাছে এই কামনা করছি।
প্রফেসর মোঃ ফরহাদ হোসেন
অধ্যক্ষ
গোল-ই-আফরোজ সরকারি কলেজ
সিংড়া, নাটোর।
বিসিএস ব্যাচ- ১৪, গ্রেড- ৪
ফোন- 01740643643
email- ga_govtcollege@yahoo.com
website-www.gagc.edu.bd