At a Glance

সাম্প্রতিক অগ্রগতির এক ঝলকঃ

প্রতিষ্ঠার পর হতেই গোল-ই আফরোজ সরকারি কলেজটি সফলতার স্বাক্ষর রেখে চলেছে অবিরাম। একসময়ের উচ্চশিক্ষার একমাত্র বিদ্যাপীঠ হলেও বর্তমানে উপজেলার একাধিক প্রতিষ্ঠানের মধ্যেও কলেজটি স্ব-মহিমায় সমুজ্জ্বল রয়েছে। কলেজটিতে রয়েছে প্রশাসনিক ও একাডেমিক ভবন, রয়েছে বঙ্গবন্ধু বয় হোস্টেল। অতিসম্প্রতি বাংলা, ইংলিশ, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রভাষক, সহকারি অধ্যাপক ও সহযোগী অধ্যাপকসহ মোট আটটি নতুন পদ সৃজন করা হয়েছে এবং উক্ত পদ সমূহে ইতোমধ্যে পদায়ন করা হয়েছে এবং নতুন শিক্ষকগণ যোগদান করেছেন।

অত্র কলেজটিতে ২০১২ সাল হতে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান কোর্স চালু হয়েছে এবং ২০১৩ সালে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু হয়েছে। এসব বিষয়ে শতভাগ শিক্ষার্থী ভর্তিও হয়েছে। কলেজটি অনার্স কলেজে উন্নীত হওয়ায় একাদশ ও ডিগ্রী পাস কোর্সে ভর্তির হার পূর্বের বছরের তুলনায় আরোও বৃদ্ধি পেয়েছে। কলেজের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পাস পরীক্ষায় অধীকতর ভাল ফলাফল করছে।

বর্তমানে অনেক কলেজ সন্ত্রাসী কর্মকান্ডের নিষ্ঠরু থাবায় জর্জরিত অথচ অত্র কলেজের সু-সৃংখল প্রশাসনিক ব্যবস্থাপনা ও সৌহার্দপূর্ণ ছাত্র-শিক্ষক সম্পর্কের কারনে এই প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বিরাজ করছে ।

২১ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস